শ্রেয়া ঘোষাল

Shreya Ghoshal pays tribute to Bhupen Hazarika

শ্রেয়া ঘোষাল
শ্রেয়া ঘোষাল (জন্ম ১২ই মার্চ, ১৯৮৪, রাওয়াতভাতা, রাজস্থান, ভারত) একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা । তিনি বলিউডের বহু চলচ্চিত্রের গান গেয়েছেন । হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম, মারাঠি, কানাড়া ও পাঞ্জাবি ভাষায় গান গেয়েছেন ।

রাথমিক জীবন
শ্রেয়া ঘোষাল পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পূর্বপুরুষেরা বাংলাদেশের ঢাকার অধিবাসী । তিনি রাজস্থানের কোটার কাছে রাওয়াতভাতা শহরে বড় হন । তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল পারমাণবিক শক্তি কেন্দ্রের একজন প্রকৌশলী ছিলেন ।

ক্যারিয়ার
জিটিভির ‘সা রে গা মা পা’ সঙ্গীত প্রতিযোগীতা জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় । ২০০২ সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে । এ চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আর ডি বর্মন পুরস্কার সহ নানা পুরস্কার অর্জন করেন ।দেবদাসের পর তিনি বলিউডের এ আর রহমান, প্রিতম, দেবী শ্রী প্রসাদ সহ আরো অনেক সুরকারের সাথে কাজ করেছেন । মাতৃভাষা বাংলায় তাঁর বেশ কয়েকটি গানের অ্যালবাম রয়েছে । হিন্দি ও বাংলা ছাড়াও তিনি তামিল, তেলেগু, মালয়ালম ও কানাড়া ভাষার চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন । তিনি প্রায় ৩০০টির মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন । তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ।

প্রাথমিক তথ্যাদি
জন্ম নাম : শ্রেয়া ঘোষাল
জন্ম : মার্চ ১২, ১৯৮৪ (বয়স ২৭)
উদ্ভব : দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত
ধরন : নেপথ্য কণ্ঠশিল্পী, ভারতীয় শাস্ত্রীয় সংগীত
পেশা : গায়িকা
কার্যকাল : ২০০২ – বর্তমান

5/5 - (1 vote)

Related posts

Leave a Comment